ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

দিনাজপুরে ট্রাকচাপায় ইউপি সদস্যসহ নিহত ৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১৬ মে ২০২২

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (১৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে রঘুনাথপুর চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—বোচাগঞ্জে উপজেলার ইউপি সদস্য মো. রাকিব হাসান (৩০), বিরলের সাদবীর উসমান (২৪) ও ঠাকুরগাঁওয়ের তাছিম উদ্দিন (২০)। তারা সবাই দিনাজপুর থেকে বিরলের দিকে ফিরছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিরলের মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজ মো. রায়হান আলী জানান, রাত দেড়টার দিকে ইউপি সদস্য মো. রাকিব হাসানহ চারজন একটি ব্যক্তিগত গাড়ি করে শহর থেকে বোচাগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিরল উপজেলার মঙ্গলপুর নামক স্থানে তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়।

এরপর রাকিব ও তাছিম দুই কিলোমিটার দূরের একটি ফিলিং স্টেশন থেকে তেল আনার পথে মোটরসাইকেলআরোহী উসমানের সাহায্য চান। মোটরসাইকেলে করে তেল নিয়ে প্রাইভেটকারের কাছে আসার পথে রঘুনাথপুর চেয়ারম্যান রোডে বোচাগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। 

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

ঘটনার পর পরই ঘাতক চালক ট্রাকসহ পালিয়ে যায়। লাশগুলো মঙ্গলপুর ফাঁড়িতে রয়েছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি